গত বছরটা যাচ্ছেতাই কেটেছিল ব্রাজিলের। সঙ্গে এবার যোগ হয়েছে চোটের মিছিল। তবে নতুন কোচ দরিভাল জুনিয়রের অধীনে প্রথম জয় তুলে নিয়েছে সেলেকাওরা। শক্তিশালী ইংল্যান্ডকে তাদেরই মাঠে বিস্ময় বালন এন্দ্রিকের একমাত্র গোলে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল।
শনিবার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় দুদল। যেখানে দীর্ঘ ছয় মাস পর অবশেষে এবার জয়ের স্বাদ পেল রেকর্ড পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা।
এর আগে গত বছর ৯ ম্যাচ খেলে পাঁচটিতেই হারে ব্রাজিল। ১৯৬৩ সালের পর প্রথমবারের মতো এক বছরে জয়ের চেয়ে বেশি হারের বিব্রতকর রেকর্ড গড়ে দলটি। বছর শেষ করে টানা চার ম্যাচ জয়শূন্য থেকে। শেষ তিন ম্যাচে উরুগুয়ে, কলম্বিয়া ও ঘরের মাঠে আর্জেন্টিনার বিপক্ষে হেরেই বসে দলটি।
এদিন ব্রাজিলের শুরুর একাদশে অভিষেক হয় পাঁচ জনের। যেখানে বিরতির পর ৭১তম মিনিটে রদ্রিগোকে তুলে তরুণ সেনসেশন এন্দ্রিককে নামান ব্রাজিল কোচ। মাঠে নামার ৯ মিনিটের মাথায় দলকে কাঙ্ক্ষিত গোল এনে দেন ১৭ বছর বয়সী ফরোয়ার্ড। ভিনিসিয়াসের শট গোলরক্ষক জর্ডান পিকফোর্ড ঠেকিয়ে দিলেও দলকে বিপদমুক্ত করতে পারেননি, ফিরতি বল পেয়ে অনায়াসে জালে পাঠান এন্দ্রিক।
জাতীয় দলের হয়ে তৃতীয় ম্যাচে প্রথম গোলের দেখা পেলেন এন্দ্রিক। ১৮ বছর পূর্ণ হলে পালমাইরাস থেকে আগামী গ্রীষ্মে রেয়ালে যোগ দেবেন তিনি।
এদিকে ওয়েম্বলিতে ২১ ম্যাচের মধ্যে প্রথম হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে হ্যারি কেইনকে ছাড়া খেলা ইংল্যান্ড। এখানে তারা সবশেষ হেরেছিল ২০২০ সালের অক্টোবরে, উয়েফা নেশন্স লিগে ডেনমার্কের বিপক্ষে।