চলতি মাসের শেষ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।
এতে বলা হয়, আগামী এপ্রিল শুরু হওয়া পর্যন্ত তাপমাত্রা মোটামুটি সহনীয় থাকবে। তবে এপ্রিলের শুরুর দিক থেকে তাপমাত্রা বাড়তে পারে।
আবহাওয়াবিদ মো. উমর ফারুক বলেন, ‘আজ সোমবার কম বৃষ্টি হতে পারে। ঢাকায় বিকেলের দিকে বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এমন অবস্থা দুদিন থাকতে পারে। এরপর বৃষ্টি খানিকটা কমতে পারে। তবে চলতি মাসের শেষ পর্যন্ত তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই।’
এদিকে এ মাসে তাপপ্রবাহের সম্ভাবনা কম থাকলেও আগামী এপ্রিল মাসের শুরুর দিকে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশীদ।তিনি বলেন, ‘এপ্রিলের শুরুর দিকে তাপপ্রবাহ হতে পারে। তবে তা তীব্র না-ও হতে পারে।’



ধেয়ে আসছে যুদ্ধ, প্রস্তুতি নেই ইউরোপের : ডোনাল্ড টাস্ক
ভিড় বাড়লেও রাজধানীতে জমেনি ঈদের কেনাকাটা
‘কাজলরেখা’র ট্রেলারে দেখা মিলল রহস্য ও সংস্কৃতির মেলবন্ধন
লিংকডইনে আসছে গেম খেলার সুবিধা
জিম্মি নাবিকদের দ্রুত উদ্ধারের আশ্বাস জাহাজ মালিকপক্ষের
সপ্তাহজুড়ে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস