অর্থনীতি-বাণিজ্য
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৫:১৯ পিএম |  Count : 70

রেকর্ড ডেটের কারণে আগামীকাল (মঙ্গলবার) স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৫ কোম্পানি।
কোম্পানিগুলো হলো- ডেসকো, অলিম্পিক এক্সেসরিজ, ফরচুন সুজ, জিপিএইচ ইস্পাত, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস, তসরিফা ইন্ডাস্ট্রিজ, জাহিন স্পিনিং, সিভিও পেট্রো কেমিক্যাল, সাফকো স্পিনিং, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, এমবি ফার্মা, সেন্ট্রাল ফার্মা, কোহিনুর কেমিক্যাল এবং হাক্কানি পাল্প লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগামীকাল থেকে শুরু হতে যাওয়া কোম্পানিগুলোর স্পট মার্কেটের লেনদেন আগামী বুধবার শেষ হবে। পাশাপাশি কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ নভেম্বর, বৃহস্পতিবার।
প্রসঙ্গত, রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।
রেকর্ড ডেট কী?
রেকর্ড ডেট হলো কোম্পানি নির্ধারিত একটি তারিখ, যে তারিখ পর্যন্ত বিনিয়োগকারীদের নাম কোম্পানির রেজিস্টারে অন্তর্ভুক্ত থাকলে তিনি বার্ষিক সাধারণ সভা অথবা বিশেষ সাধারণ সভায় যোগদান এবং লভ্যাংশ প্রাপ্তি, রাইট শেয়ার প্রস্তাবে আবেদনের জন্য যোগ্য বিবেচিত হবেন।
রেকর্ড ডেটের পর কোনো বিনিয়োগকারী তার শেয়ার বিক্রি করে দিলেও তিনি ঘোষিত লভ্যাংশ প্রাপ্তি বা সভায় যোগদানের জন্য যোগ্য বিবেচিত হবেন।
অন্যদিকে রেকর্ড ডেটের পর কোনো বিনিয়োগকারী সংশ্লিষ্ট শেয়ার কিনলে তিনি লভ্যাংশ পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হন না। এ কারণে সাধারণত রেকর্ড ডেটের পর সংশ্লিষ্ট শেয়ারের মূল্য কিছুটা কমে যায়।





সর্বশেষ ভিডিও
জনপ্রিয় ভিডিও
আরও দেখুন...


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, দেশবন্ধু টেলিভিশন
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮/৪, ই-মেইল : [email protected]
Website: https://www.deshbandhu.tv, Developed by i2soft
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮/৪, ই-মেইল : [email protected]